বরিশালে বানারীপাড়ায় ভায়রার মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো খালুর।
সোমবার (৩১ জুলাই) দুপুরে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পানিতে ডুবে শিশু ফাতিমা (৪) ও তার খালু কাইয়ুমের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাগেছে সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মো. আলাউদ্দীনের কন্যা ফাতেমা(৪) নানা বাড়ি বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামে বেড়াতে এলে পাশ্ববর্তী খালে পরে যায়। তাঁকে দেখে শিশুটির খালু কাইয়ুম ফকির (৩৫) তাকে উদ্ধার করতে খালে ঝাঁপ দিলে দুজনেই পানিতে তলিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয়রা দীর্ঘসময় খোঁজাখুঁজির পরে বিকেল ৫টার দিকে তাদের সন্ধ্যা নদী থেকে উদ্ধার করে। পরে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহত কাইয়ুম ফকিরের বাড়ি উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ড মালিকান্দা গ্রামে।