বানারীপাড়ায় উপজেলা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. সুজন মোল্লা,বানারীপাড়া

বরিশালের বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা কুমুদ বিহারী গুহ ঠাকুরতার প্রতিষ্ঠিত সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মুখার্জী (কুডু)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি তমাল মালাকার। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অমর কুমার পুশিলাল, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা, বানারীপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেনু, সাবেক সাধারণ সম্পাদক ও বানারীপাড়া উপজেলা ওয়ার্ককার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু।

সম্মেলনে শোক প্রস্তাব পাঠ করেণ, বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস। স্বাগত বক্তৃতা করেন, বানারীপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার। পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক দেব কুমার সরকার, সার্ব জনীন লোকনাথ মন্দির পরিচালনা পরিষদের সভাপতি আশিষ কুন্ডু ও সাধারণ সম্পাদক সজল সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক উত্তম সাহা, সাংগঠনিক সম্পাদক ত্রিদেব রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন হালদার, বরিশাল জেলা ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সুমন দেবনাথ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি অসিম সরকার ও সাধারণ সম্পাদক রিপন বনিক, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হৃদয় সাহা, সাধারণ সম্পাদক কার্তিক বনিক, উপজেলা সনাতনী ছাত্র ও যুব পরিষদের সদস্য ডাক্তার সাগর চন্দ্র শীল।

সম্মেলনে পূর্বের উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস ও সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার পুনরায় নির্বাচিত হয়েছেন। পৌর পরিষদেও সভাপতি সুমম রায় সুমন ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়াল পুনরায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সম্মেলনে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক দেব কুমার সরকার, পূর্ণিমা ঘোষ দস্তিদার ও সাথি খাসকেলকে জেলা পূজা উদযাপন পরিষদের আজীবন সদস্য নির্বাচিত করে সনদ প্রদান করেন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।