বানারীপাড়ায় কেন প্রতিবাদ সমাবেশ লেখা ছিলোনা ব্যানারে হতাশ তৃণমূল

মো. সুজন মোল্লা
বরিশালের আলোচিত ঘটনায় বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সহযোগী সংগঠন এবং অঙ্গ সংগঠনের ব্যানারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে কি কারণে এ প্রতিবাদ সমাবেশ ব্যানারে উল্লেখ ছিলোনা। ধরে নেয়া হয়েছে বরিশালের ওই ঘটনায় হয়তোবা এই প্রতিবাদ সমাবেশটি হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে সমাবেশে কথা বলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপির সাবেক চেয়ারম্যান খিজির সরদার, সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা,

যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল ঘরামী, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ড্র, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মু. মুনতাকিম লস্কর কায়েস, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল।

উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপির চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদস্য ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমান, বাইশারী ইউপির চেয়ারম্যান শ্যামল চক্রবর্তী,

পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক
শিক্ষক হায়দার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, যুবলীগ নেতা মহসিন রেজা, মশিউর রহমান সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন হোসেন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমূখ।

এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা, পৌর শাখা, ইউনিয়ন এবং ওয়ার্ডর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশটি দলীয় কার্যালয়ের মধ্যে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে বেলা ১১ টার মধ্যে শেষ, কি কারণে প্রতিবাদ সমাবেশ তা ব্যানারে উল্লেখ না থাকা এবং প্রতিবাদ মিছিল না করা সর্বপরি নেতৃ স্থানীয় নেতাদের দায়সাড়া বক্তৃতায় উপস্থিত নেতা,কর্মী ও সমর্থকদের হতাশ করেছে। স্বল্প সময়ের সমাবেশ শেষে তাদেরকে হতাশার কথা উল্লেখ করে পার্টি অফিস ত্যাগ করতে দেখা যায়।

অনেককে আবার বলতে শোনাগেছে সমাবেশে আওয়ামী লীগের সংগ্রাম, ঐতিহ্য, বিপ্লব ও প্রতিবাদের ছিটেফোটাও খুঁজে পাওয়া যায়নি। যেটুকু যাই বলা হয়েছে তা কেবল পোষ্ট রক্ষার কথার কথা। তবে ছাত্রলীগ, যুবলীগ এবং যাদের কথায় এ উপজেলার রাজনীতির পানিও নড়েনা তাদের বক্তৃতা ছিলো প্রতিবাদী।