বরিশালের বানারীপাড়ায় en vision ও Dollar.A Day অর্থায়নে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চক্ষুু শিবিরে প্রায় ২ শতাধিক রোগীকে চোখের বিভিন্ন সমস্যার জন্য প্রিসক্রিপশন প্রদান করা হয়। এদের মধ্যে চোখের ছানি ও নেত্রণালীর অপারেশন করা জরুরী এমন ৪০ জনকে চিকিৎসা সহায়তায় আমন্ত্রিত প্রতিষ্ঠান বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চক্ষু শিবিরে আসা সকল রোগীকেই তিনটি ইভেন্টে বিশেষ পরীক্ষা-নিরিক্ষা করা হয়।
en vision ও Dollar A Day বৃহত্তর বরিশালের পিরোজপুর, পটুয়াখালি বরগুনা এছাড়াও কিশোরগঞ্জ ও গোপালগঞ্জ জেলায় ২০২১ সাল থেকে অসহায় হাজার হাজার চক্ষু রোগীদের সেবা প্রদান করে আসছে।
বানারীপাড়া উপজেলায়ই প্রায় ৭শত রোগী যাদের চোখে ছানি ও নেত্রণালীর সমস্যা রয়েছে তাদেরকে বিনামূল্য অপারেশন করে ইতোমধ্যেই সুস্থ করা হয়েছে বলে অর্থদান প্রতিষ্ঠানের বাংলাদেশর দাযিত্বে থাকা মো. মিজানুর রহমান জানান।
এছাড়াও অপারেশন করার পরে যদি কোন রোগীর সমস্যা হয় তাকে বরিশালে গিয়ে পুনরায় চিকিৎসা সেবা নিতে হয়না। ইস্পাহানি চক্ষু ইন্সটিটিউড ও হাসপাতালের ডাক্তার রোগীর বাড়িতে এসে সেবা প্রদান করে থাকেন বলেও জানান তিনি।
অপারেশন করার জন্য রোগীর বাড়ি থেকে বরিশালে যতদিন চিকিৎসা সেবাসহ থাকা খাওয়া ঔষধের প্রয়োজন হয় তার সবকিছু বহন করে থাকে অর্থদান প্রতিষ্ঠান।
চক্ষু শিবিরে নিবিড়ভাবে রোগীদের সেবা প্রাদান করেন ইস্পাহানি চক্ষু ইন্সটিটিউড ও হাসপাতালের ডাক্তার বেনজির বুশরা। এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি বিশ্বাস ও সহকারি শিক্ষক মো. আব্দুল বাকীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।