মো. সুজন মোল্লা
বরিশালের বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের বেগম ফজিলাতুন নেছা নুরাণী হাফেজী মাদরাসা লিল্লাহ বডিং ও ইয়াতিম খানায় (বালক শাখা) দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
৮ আগস্ট (রবিবার) মাগরিব নামাজ বাদ বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া-মিলাদ ও মোনাজাতে অংশ গ্রহণ করেণ ঊপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, উত্তরপার বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,, হাফেজ মোহাম্মদ জাকির হোসেন ও শিক্ষার্থীবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেণ এম এ লতিফ বহুমূখি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা শহীদ হয়েছেন, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে বিশ্ব মানবতার মূকুট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।