মো. সুজন মোল্লা
উপ-মহাদেশের প্রাচীনতম সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর শাখা আয়োজিত জাতির আরাধ্য সন্তান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের অনুষ্ঠানে ছাত্রলীগের স্মরণকালের কম উপস্থিতিতে হতবাক হয়েছেন অনেকেই। সরেজমিনে দেখাগেছে ছাত্রলীগের চেয়ে অতিথি ও আওয়ামী লীগ এবং আওয়ামী যুবলীগের নেতা-কর্মীদের উপস্থিতি বেশি ছিলো। এমন উপস্থিতিতে উপজেলা ছাত্রলীগের নেতা সুমন সিদ্দিকি ও মনির হোসেন তাদের বক্তৃতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটির সকল নেতৃবৃন্দ বিবাহিত ও সন্তানের জনক উল্লেখ করে নতুন কমিটি দেয়ার দাবীও জানান।
শনিবার ১৪ আগস্ট বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠেয় শোক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবআইকন নুরুল হুদা, বিশিষ্ট কথা সাহিত্যিক নুরুল হক চৌধুরী ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কথা বলেন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল , উপজেলা ছাত্রলীগের নেতা মনির হোসেন, মেধাবী ছাত্রনেতা ফজলে রাব্বী, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, সৈয়দকাঠি ইউনিয়ন ছাত্রলীগের নেতা সবুজ হোসেন, ছাত্রলীগ নেতা ফাহাদ হোসেন, তৌসিফ আহম্মেদ শাওন প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেণ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপূর্ব দত্ত অপু।