সাংবাদিক রোজিনাকে মুক্তি দেওয়া না হলে আমরণ অনশন : বানারীপাড়া প্রেসক্লাব

মো. সুজন মোল্লা:

দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন এবং প্রতিবাদী মিছিল ও স্বেচ্ছায় থানায় গিয়ে কারাবরণ করার ঘোষণা দিয়েছে বরিশালের ঐতিহ্যবাহী বানারীপাড়া প্রেসক্লাব। এসময় সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে কাফনের কাপড় পরে আমরণ অনশন করার কর্মসূচি দেন বানারীপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একইসাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম ও ডা.শিব্বিরসহ জড়িতদের আইনের আওতায় আনতে দাবী জানানো হয়।

বুধবার (১৯ মে) বেলা ১১টায় বানারীপাড়া প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী মিছিল কর্মসূচির সভাপতিত্ব করেন বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন।

প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসুচীতে যোগ দিয়ে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার, সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।

প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম.গোলাম মাহমুদ রিপন, সাইদুল ইসলাম ও এস.কেভি জয়দেব, সহ-সভাপতি জাকির হোসেন ও ইলিয়াস শেখ, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত ও ফয়েজ আহম্মেদ শাওন, সহ-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সদস্য জহিরুল ইসলাম টুকু, এস এম হৃদয় আহম্মেদ, নাহিদ সরদার, নজরুল ইসলাম, আব্দুল আউয়াল, সুমন খান,স্বপন মাঝী, রুবেল বেপারী, সাংবাদিক রোজিনা ইসলামের ভাসুরের ছেলে জিদান ও দু’দেবরের ছেলে লাবিব, নাহিয়ান ও আরিয়ান।

প্রেসক্লাবের এ কর্মসুচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এতে অংশগ্রহণ করেন এসএস প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুল ইসলাম আজাদ সিআইপি, বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ, কবি ও ছড়াকার অরূপ কুমার কুন্ডু,প্রবাসী নুরুল আলম প্রমুখ।

সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ অসাধু অফিসারদের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, মামলা -হামলা করে কলম সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। যেকোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবেই। একজন রোজিনাকে কারাগারে বন্দী করে গণমাধ্যমের কন্ঠরোধ করা যাবেনা। সহকর্মী রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কাফনের কাপড় পরে আমরণ অনশন করার কর্মসুচীও ঘোষণা করা হবে।

এদিকে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ থানায় গিয়ে ওসির কাছে স্বেচ্ছাকারাবরণের ইচ্ছে প্রকাশ করেন। এসময় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। সন্ত্রাস,জঙ্গিবাদ ও অনিয়ম-দুর্নীতিসহ যাবতীয় অসঙ্গতির বিরুদ্ধে তারা ঝুঁকি নিয়ে লিখে দেশ ও সমাজকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে বিশেষ ভূমিকা রাখছেন। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা হয়েছে তা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। তার ব্যপারে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী মহোদয়গণের মানবিক দৃষ্টি রয়েছে। তিনি এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দকে স্বেচ্ছাকারাবরণের বিষয়টি আইন সম্মত নয় বলে জানিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করে তাদের বিনীতভাবে ফিরিয়ে দেন।

এসময় প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে দাফনের কাপড় পড়ে বানারীপাড়ার সাংবাদিকরা আমরণ অনশনসহ কঠোর আন্দোলন করবেন বলে আল্টিমেটাম দেন।

প্রসঙ্গত, সাংবাদিক রোজিনা ইসলামের শ্বশুর বাড়ি বানারীপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ডের হাজারী বাড়ি। তার স্বামী কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মনিরু ইসলাম মিঠু হাজারী।