বেস্ট ওয়েস্টার্ হেরিটেজ হোটেলের ব্রান্ড এ্যাডভাইজার সালাউদ্দিন চৌধুরী

বেস্ট ওয়েস্টার্ হেরিটেজ হোটেলের ব্রান্ড এ্যাডভাইজার হিসেবে সালাউদ্দিন চৌধুরীকে নিযুক্ত করা হয়েছে। জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে Best Western Heritage Hotel কতৃর্পক্ষ এ ঘোষনা দেন।

সম্প্রতি গাজীপুরে হোটেলের চেয়ারম্যান ও খ্যাতনামা স্থপতি ফকরুল ইসলাম হোটেলটির Brand Advisor হিসাবে স্বনামধন্য তরুণ শিল্পোদ্যোক্তা, স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক  সালাউদ্দিন চৌধুরীকে বাড়তি এ দায়িত্ব প্রদান করেন। এসময় কক্সবাজারে অবস্থিত হোটেলটি শুরু থেকে এর বিপুল শেয়ার হোল্ডারগণকে সাথে নিয়ে সফলভাবে ও সুনামের সহিত অল্প খরচে পর্যটকদের জন্য আন্তর্জাতিকমানের সেবা প্রদান করে আসছে।

আগামীতে হোটেলটি সব বিনিয়োগকারী ও কর্মকর্তা-কর্মচারীদের চেষ্টায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হবে বলে সালাউদ্দিন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার ঘিরে আধুনিক বিমান-বন্দর,আধুনিক রেলষ্টেশনসহ আন্তর্জাতিক মানের স্থাপনা হচ্ছে যা তারা বিশ্ববাসীর কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে  বুয়েটের সহকারী শিক্ষক ও বিশ্বখ্যাত মার্কিন আইটি বিশ্ববিদ্যালয় এম আই টি থেকে সদ্য পি এইচ ডি কমপ্লিট করা নাদিম চৌধুরী , হোটেলের জি এম তরিকুল ইসলাম ,উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে তারা গাজীপুরে অপো মোবাইল কারখানা পরিদর্শনে আসলে কারখানার হেড মি.রেইমনডসহ অনান্য চাইনিজ কর্মকর্তা তাদের স্বাগত জানান।