ব্রাজিল উচ্ছাস থামিয়ে ক্রোয়েশিয়ার উল্লাস

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শেষ হাসি হাসল ক্রোয়েশিয়া। পারলেন না তিতের নেইমার, থিয়াগো সিলভারা। কোয়ার্টারেই ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে দিলেন ক্রোয়েটরা। এডুকেশন সিটি স্টেডিয়াম জমিয়ে রাখা ব্রাজিল সমর্থকদের সঙ্গে কাদলেন নেইমাররাও। ব্রাজিলের বিদায়ে স্তব্ধ যেন সবাই।

টাইব্রেকারে ব্রাজিল চার শটের মধ্যে দু’টি গোল করে। চতুর্থ শটে মারকিনিয়োস মিসের শট পোস্টে সাইড পোস্টে লাগার সাথে সাথে ক্রোয়েশিয়ার বাধভাঙা উল্লাস।

এ নিয়ে টানা দুইবার সেমিতে উঠলো। ক্রোয়েশিয়া গত বিশ^কাপে রানার্স আপ হয়েছিল।
নির্ধারিত সময়ের পর টাইব্রেকারেই ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখেন গোলরক্ষক লিভাকোভিচ। রদ্রিগোর শট তিনি সেভ করেন। অপরদিকে, ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার ক্রোয়েশিয়ার শট রুখতে পারেনি। ব্রাজিলের ক্যাসেমিরো ও পেদ্রো গোল করলেও এক গোল পেছনে থাকায় ছিটকে যায় ব্রাজিল।

মারকিনিয়োসের শট সাইড পোস্টে লাগার মধ্যদিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নর ইতি ঘটে।