বাংলাদেশের ফুটবলে সাফল্য বয়ে আনছেন সাবিনা খাতুনরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও নারী ফুটবলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার মহিলা ফুটবলে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করবে বাফুফে।
সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরই নারীদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের কথা শোনা গিয়েছিল। গত কয়েক মাস বাফুফের মহিলা উইং এ নিয়ে কাজ করছে। কে স্পোর্টসের তত্ত্বাবধানে এই লিগ হবে। ব্যবস্থাপনায় থাকবে বাফুফে।
আগামীকাল নারীদের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে বাফুফে। রাজধানীর এক হোটেলে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফুটবলাঙ্গনের অনেকের উপস্থিতির মাধ্যমে নারী ফুটবলের নতুন দিগন্তের সূচনা হবে।
বাংলাদেশের নারী ফুটবলের চর্চা বেশি দিনের নয়। ২০১১ সালে প্রথম নারী ফুটবল লিগ হয় ৷ গত এক যুগে পাঁচবার এ লিগ হয়েছে। নারী ফুটবলারদের আর্থিকভাবে সাবলীল করার জন্য ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন করছে।