মারুফার বোলিংয়ে ভারতকে প্রথমবার হারিয়ে বাংলাদেশের ইতিহাস

মারুফা আক্তারের অবিশ্বাস্য বোলিংয়ে আমানজাত কৌর ঠিকঠাক লাগাতে পারলেন না। উইকেটের পেছনে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতি ক্যাচ ধরতেই শুরু হলো বাংলাদেশের উল্লাস। ব্যাটার পথ ধরলেন সাজঘরের। জমে যাওয়া জুটি ভাঙার পর অবিশ্বাস্য কিছু করা বাংলাদেশের জন্য ছিল স্রেফ সময়ের ব্যাপার। ম্যাচ জিততে বাকি কাজটাও ঠিকঠাকই করেছেন মেয়েরা।

আজ রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশেরে মেয়েরা। বৃষ্টিতে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে ডিএলএস মেথডে ভারতের সামনে ১৫৪ রানের লক্ষ্য দাঁড়ায়। জবাব দিতে নেমে ৫০ বল আগে ১১৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ষষ্ঠবারের মতো মুখোমুখি হয়ে এবারই প্রথম ভারতকে ওয়ানডেতে হারালো বাংলাদেশ। গড়েছে ইতিহাস।

মিরপুর শেরে বাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।