মালদ্বীপে বসুন্ধরা কিংসের শুভসূচনা

এশিয়ার দ্বিতীয় শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা এএফসি কাপের মিশনে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস। মালদ্বীপের মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার (১৮ আগস্ট) রাতে স্বাগতিকদের চ্যাম্পিয়ন ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে ২-০ গোলে হারাল তারা। এই প্রথমবার বিদেশের মাটিতে খেললো বসুন্ধরা কিংস।

বিদেশের মাটিতে তাদের এ জয়ে অবদান রেখেছন তাদের দুই বিদেশি আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা এবং ব্রাজিলের রবসন রবিনহো।

রাউল অস্কার যাতে বল ধরতে না পারে সে চেষ্টা করতে গিয়ে ২৫ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়েছেন স্বাগতিক দলের মোহামেদ ইরুফান। বিপদমুক্ত করতে তিনি দুর থেকে যে শট নেন তা জালে জড়িয়ে যায় গোলরক্ষকের উপর দিয়ে।

jagonews24

৪০ মিনিটে মাজিয়ার এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনহো। বাকি সময়েও বাংলাদেশের ক্লাবটি বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি। ২-০ গোলের জয় নিয়েই হোটেলে ফিরেছে অস্কার ব্রুজনের দল।

কিংসের পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর। প্রতিপক্ষ ভারতের বেঙ্গালুরু এফসি। যে দলটি বুধবার বিকেলে ২-০ গোলে হেরেছে ভারতেরই আরেক দল মোহনবাগানের কাছে।