মিছিলের প্রস্তুতিকালে দিনাজপুর জেলা জামায়াতের আমীরসহ আটক ৭

কে্ন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা জামায়া‌তের আমীর আ‌নিসুর
রহমানসহ(৬২) জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী‌কে আটক ক‌রে‌ছে কোতয়ালী থানা পু‌লিশ। বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানো, শিক্ষা কা‌রিকুলাম থে‌কে ইসলাম‌ বি‌রোধী অধ্যায় প্রত্যাহার, এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দা‌বি‌তে কে‌ন্দ্রিয় কর্মসূ‌চির অংশ হি‌সে‌বে শ‌নিবার সকাল সা‌ড়ে আটটায় শহ‌রের প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউট এলাকায় বি‌ক্ষোভ মি‌ছিল শুরুর প্রস্তুতি কালে তা‌দের‌কে আটক করা হয়। ত‌বে পু‌লি‌শের দা‌বি আটককৃতরা এক‌ত্রিত হ‌য়ে নাশকতার প‌রিকল্পনা কর‌ছি‌লেন।

আটককৃতরা হ‌লেন, ফুলবাড়ী উপ‌জেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আমির মন্জুরুল কা‌দের(৫৪), একই উপ‌জেলার শিবনগর ইউ‌য়িন আ‌মির আবু তাহের(৬২), জেলা জামায়াত সদস্য জাহিদুল ইসলাম(৫৫), আবুল বাশার (৫০), পার্বতীপুর আমবা‌ড়ি এলাকার শি‌বি‌রের সাংগঠ‌নিক সম্পাদক নাইম বিল্লাহ(২৮), একই উপ‌জেলার প‌শ্চিম হুগলীপাড়া জা‌মে মস‌জি‌দের ইমাম রফিকুল ইসলাম(৪৫)। এ বিষ‌য়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি ) তানভীরুল ইসলাম ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জান‌তে পা‌রি আটককৃতরা শহ‌রে বি‌ক্ষোভ মি‌ছিলসহ নাশকতার প‌রিকল্পনা কর‌ছি‌লেন পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পেয়ে তারা পালা‌নোর চেষ্টা ক‌র‌লে পু‌লিশ তা‌দের আটক ক‌রে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।