মির্জা ফখরুল ও মির্জা আব্বাস আটক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। বাসা থেকে তুলে নেওয়ার প্রায় ৮ ঘণ্টা পর এই দুইজনকে আটক করার কথা স্বীকার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ বলেন, মির্জা ফখরুল ও মির্জা আব্বাস ডিবির কমপাউন্ডে। তাদের কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী অবস্থান জানান হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে এই দুইজনকে তুলে নিয়ে যায় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান অভিযোগ করেছেন। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলামকে রাত ৩টার একটু পরে উত্তরার বাসা থেকে এবং সাড়ে তিনটার দিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ নিয়ে যায়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারও এমন তথ্য দেন।

রাত ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বশীল সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ‘বিএনপির মহাসচিব ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি’র কার্যালয়ে নেওয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরে যান। সেখানে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের অনুমতি চায় বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু সাংবাদিকদের এ তথ্য দেন।