স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধনের পর থেকেই ভ্রমণের অপেক্ষায় ছিল রাজধানীবাসী। আজ সেই অপেক্ষার ইতি টানতে সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে উত্তরার উত্তর স্টেশনে হাজার হাজার মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। এটি শুধু ভ্রমণই নয়; একটি স্বপ্নপূরণও।- এমনটাই বলছিলেন ট্রেনের অপেক্ষায় থাকা শত শত মানুষ।
রাজধানীবাসীর আগেই জানা ছিল আজ বৃহস্পতিবার সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হবে স্বপ্নের মেট্রোরেল। তবে প্রথম দিনেই এতো মানুষের ভিড় হবে তা হয়তো কেউ ভাবেনি। তাই টিকিট কাটা ও শৃঙ্খলা বজায় রাখতে ধীর গতিতে স্টেশনে যাত্রী ঢুকিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। যে কারণে স্টেশনের বাইরে অপেক্ষমান যাত্রীর সংখ্যা এবং দীর্ঘ লাইন সময়ের সাথে সাথে লম্বা হতে দেখা গেছে।
রাজধানীর খিলক্ষেত থেকে প্রথমবারের মতো মেট্রোরেলে আগারগাঁও যাওয়ার জন্য এসেছেন দিলু মিয়া। তিনি বলেন, আমার ধারণা ছিল প্রথম দিন অনেক ভিড় হবে। সেই ভিড় যে এত বেশি হবে, তা ভাবিনি।
উত্তরা উত্তর স্টেশনের দায়িত্বরত সহকারী প্রকৌশলী আরিফুর রহমান জয়বাংলানিউজকে জানান, যাত্রীদের মেট্রোর প্রসেস সম্পর্কে জানতে, বোঝাতে একটু সময় লাগছে। তাই ভেতরে ঢোকার পর এবং টিকিট সংগ্রহ করার প্রক্রিয়ায় ধীরগতি। এই সমস্যা ঠিক হতে দুই থেকে তিনদিন হয়তো সময় লাগবে।
বাসাবো থেকে মেট্রো রেলে চড়তে এসেছেন সিক্ত সরকার ও তার বন্ধুরা। সিক্ত বলেন, মধুর অপেক্ষার যেন শেষই হচ্ছে না। আমরা সবাই বেশ একসাইটেড। কখন ট্রেন ছাড়বে, সে অপেক্ষায় আছি।
প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ছয় বগিবিশিষ্ট ১০ সেট ট্রেন চলবে ধীরগতিতে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব ট্রেন চলবে। পরে যাত্রীর চাহিদা অনুযায়ী চলাচলের সময় বাড়ানো হবে এবং ট্রেনের সংখ্যা বাড়ানো হবে।