যদি প্রিয়বই হতে আমার

~ যদি প্রিয়বই হতে আমার~
শাহানাজ সুলতানা রীনা

প্রিয়বরেষু, তুমি যদি প্রিয়বই হতে আমার
তোমায় ঘেঁটে, ভাষান্তর করে করে বারবার…
সমৃদ্ধ করতাম আমার রোদরঙা মগজ-জমিন।
প্রত্যহ বেহিসেবী হতাম সকাল দুপুর সাঁঝে,
বছর বছর একশোটি কবিতার জন্ম দিতাম।
যে পরিচ্ছেদে, অকাট্য যুক্তি থাকতো তোমার
সেখানটাতে হতো আমার সহজিয়া আনাগোনা
ভাবে বোধে আরো বেশি সহজ করে নেবার তরে
আমার মানসক্ষেত্রে উপলব্ধির গভীরে কোথাও—
কখনো তোমাকে আমি দুর্বোধ্য হতেই দিতামনা।

সহজ-সরল স্বচ্ছ জলছবিরূপে সাজিয়ে তোমায়
মুগ্ধ দৃষ্টিতে মুখগুজে বুদ্ হয়ে থাকতাম তোমাতে
বিমল আনন্দের ঘোর লাগা চোখচেয়ে বলতাম…
যে পাতায় তোমাকে বড্ড ভাবগম্ভীর ঠেকছে,
বারবার সেটা বুঝতে গিয়ে, দেখো—আমি
কী দারুণ সব শব্দের মালা গেঁথেছি!
যেখানে শুধু তুমি আদ্যোপান্তজুরে ছিলে বলে…
কী সুন্দর অনবদ্য কবিতার জন্ম দিয়েছি আমি!

একটি দুইটি করে, বছরে হ’তো শ’এর কাছাকাছি,
তোমার স্পর্শে, আলোকাভায়-মাধুর্যে-জ্ঞানগরিমায়
আমি হতাম বিপুলৈশ্বর্যে গরীয়সী এক কবিতা-সম্ভবা
তারপর ঠিক দখল করে নিতাম সব অধিকার—
প্রিয় সুহৃদবর! তুমি ‘যদি প্রিয়বই হতে আমার’।