রংপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর উদ্যোগে রংপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ সময় রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রহমান (রেজু) এর নেতৃত্বে বিশাল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় রংপুর শাপলা চত্বর হতে র‌্যালি শুরু হয়ে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়ে সেখানেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আসফের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রহমান (রেজু) আইনকে সহয়তা ও দেশকে ভালোবাসতে উপস্থিত সকলের প্রতি আহব্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সাধারন সম্পাদক আবু তুষার, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রানা, মোঃ আপেল মাহমুদ, সমাজসেবা সম্পাদক নুরে রুবাইয়াত রুমকি, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক হাসিনা মমতাজ হেমা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।