গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও ১২ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনায় ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবেগঞ্জের একজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনার একজন এবং মেহেরপুরের একজন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৪, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ২ জন করে এবং ১, ৩ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
এই এক দিনে ৯ জন পুরুষ এবং ৩ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের ৪ জনের বয়স ৬১ বছরের উপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন মারা গেছেন।
পরিচালক আরও জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৩৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৫৪।
বর্তমানে রাজশাহীর ১১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৩৪ জন, নওগাঁর ২০ জন, পাবনার ২৫ জন, কুষ্টিয়ার ৭ জন, জয়পুরহাটের ৪ জন, মেহেরপুরের ২ জন, বগুড়ার একজন এবং টাঙ্গাইলের একজন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন।
এর আগে বৃহস্পবার (১৯ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৫৭ জনের নমুনায়।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৫৫৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১০৪ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২৫ দশমিক ৩৬ শতাংশ। এই দিন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও জয়পুরহাট জেলার নমুনায় করোনা শনাক্ত হয়নি।
প্রসঙ্গত, গত ১ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ২৬৫ জন। এর মধ্যে করোনায় ১০৯ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১২৭ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ২৯ জনের মৃত্যু হয়।
এর আগে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন।
এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।