আগামী মৌসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রেই থাকছেন দেশের সবচেয়ে সিনিয়র গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এরই মধ্যে তিনি ক্লাব কর্তৃপক্ষকে আরও এক মৌসুম দলে থেকে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করেছেন।
গোলরক্ষক রানা জানিয়েছেন, ‘আমি আরেকটি মৌসুম শেখ রাসেলে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছি।’
২০১৭-১৮ মৌসুমে চট্টগ্রাম আবাহনী থেকে শেখ রাসেলে যোগদান করেছিলেন গোলরক্ষক রানা। তারপর আর দল পাল্টাননি দেশের অন্যতম সেরা গোলরক্ষক।
আরেক মৌসুম শেখ রাসেলে থেকে যাওয়া প্রসঙ্গে আশরাফুল ইসলাম রানা বলেছেন, ‘আমি এখানে অনেকদিন ধরে আছি। ক্লাবের ওপর আমার একটা দায়িত্ববোধ তৈরি হয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমি আরেক মৌসুম এখানেই খেলার সিদ্ধান্ত নিয়েছি।’
‘আমাদের লক্ষ্য আগামী মৌসুমে আরও ভালো করার। ক্লাব কর্তৃপক্ষ চ্যাম্পিয়ান হওয়ার মতো দল করবে বলেই জানতে পেরেছি। এই মৌসুমে আমরা ভালো ফলাফল করতে পারিনি। আমাদের যে দল ছিল সেই অনুযায়ী রেজাল্ট হয়নি। আমরা চেষ্টা করব পরের মৌসুমে সর্বোচ্চটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার।’