শ্রমজীবী

সালাম ফারুক
রক্ত দেহের পানি করে
যারা গড়ে অর্থনীতি,
ভেবো নাকো তু্চ্ছ ওরা
তাদের তরে রাখো প্রীতি।
চালায় তারা যন্ত্রপাতি
সঙ্গে নিয়ে মৃত্যুঝুুঁকি,
কেউবা আবার স্বপ্ন দেখায়
পেতে দিয়ে নিজের বুকই।
এই যে তুমি ঘুমাও রাতে
খুব আরামে সুখে থাকি,
বিশাল এসব দালান ওঠে
কাদের ঘামে জানো নাকি?
ঘরে বসে পারছো তুমি
তোমার যতো সদাই নিতে,
বিদেশ থেকে ডলার আসে
পণ্য কতো রফতানিতে।
প্রবাসীদের অবদানও
দেশের তরে অনেক বড়
রেমিটেন্সে অর্থনীতি
নিত্য ঘোরে, বাড়ায় গড়ও ।
ওরা যে ভাই শ্রমজীবী
শক্ত হাতে শিল্প গড়ে,
মাথার ঘামে পা যে ভেজে
দিন কি রাতে রোদ ও ঝড়ে।