শ্রীপুরে কৃষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী যে কথা বলেন সেই কথা রাখেন। তিনি সুবিধা বঞ্চিত মানুষকে ঘর দিবেন বলেছিলেন তা দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা দিবেন বলেছিলেন তা দিয়েছেন। কৃষকের প্রণোদনার জন্য তিনি অর্থ বরাদ্দ দিয়েছেন। তিনি তেত্রিশ রকমের ভাতা চালু করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের জন্য কাজ করে যাচ্ছি। বৈশ্বিক মহামারী করোনা কালীন সময়ে আমরা কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি।

শনিবার(১৮ মার্চ) বিকেলে গাজীপুরের শ্রীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক লীগের আয়োজনে কৃষক সমাবেশ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথিতীর বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি।

শ্রীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সরকারের সঞ্চালনায় উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন রানার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন গাজীপুর জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুরের পৌর মেয়র আলহাজ্ব আনিছুর রহমান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ, শ্রীপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ফকির, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কমর উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,গাজীপুর জেলা পরিষদের সদস্য মাহমুদা ফারুকী, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল হাসান জিকু, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কন্ঠ শিল্পী এসডি রুবেল, চ্যানেল আই সেরা কন্ঠ মুনিয়া মুন,জেমস বাবু।তারা মধ্যে রাত পর্যন্ত গান পরিবেশন করে দর্শক মাতিয়েছেন।