সংস্কৃতি রক্ষা ও লালন করলেই বাঙালি জাতির স্বকীয়তা বজায় থাকবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ।
৩ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে “হু’জ হু বাংলাদেশ, ২০২২ এওয়ার্ড” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপস্থিত গুণীজনসহ সকলের প্রতি সংস্কৃতি রক্ষা ও লালন করতে আহবান জানান মন্ত্রী।
তিনি আরও বলেন আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি আজকে নানা হুমকির সম্মুখীন। কারণ দেখুন, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, আমাদের অগ্রজরা বাড়িতে কোনো বিয়ের সময় সপ্তাহ ধরে বাংলা গানের চর্চা করতো সেগুলো গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করবে বলে। আজ সেখানে অন্য ভাষার গানের চর্চা হয়।
কোনো জাতির সংস্কৃতিকে যখন ভিনদেশী সংস্কৃতি গ্রাস করে, তখন জাতির স্বকীয়তা হারিয়ে যায়, তাই এই ক্ষেত্রে আমাদের মনোযোগ দিতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ ও সংস্কৃতিতে অবদানের জন্য
কন্ঠশিল্পী রুনা লায়লা, চিত্রশিল্পী রফিকুন্নবী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড.মো:শারফুদ্দিন আহমেদ, সাহিত্যিক ড.অগাস্টিন ক্রুজ,ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক কাজী রফিকুল আলম,ক্রীড়াবিদ সাবরিনা সুলতানা, কৃষিবিদ কোহিনুর কামাল,এস এস গ্রুপের সত্ত্বাধিকারী মুঃ আবু সাদেক, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানীর ম্যানেজিং পার্টনার সুলাইমান এস আযানী,নারী উদ্যোক্তা নাসিমা আক্তার নিশা এবং প্রাতিষ্ঠান হিসেবে কাউন্টার টেরোরিজম এন্ড টান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রতিনিধিদের হাতে হু’জ হু বাংলাদেশ এওয়ার্ড আয়োজকদের পক্ষে পুরস্কার স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।