মো. সুজন মোল্লা
বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন,জনপ্রতিনিধি, রাজনীতিবীদ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুধি সমাজের সাথে মতবিনিময় করেছেন।
০৬ ফেব্রুয়ারি (সোমবার) বানারীপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে ও স্বাগত বক্তৃতার মধ্যদিয়ে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার সকল কর্মকর্তাকে সরকারি নিয়মানুসারে সঠিক সময়ে অফিসে আসতে ও যেতে হবে। যাতে করে সাধারণ মানুষ তাদের কাজ কাঙ্গিত অফিসে গিয়ে সঠিক সময়ে সম্পাদন করতে পারেন। তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা ও মুক্তিযুদ্ধের চেতনা লালন করা সকল শ্রেণী পেশার মানুষকে দৃষ্টি রাখতে হবে কোন কুচক্রি মহল যেন সমাজ বা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ছড়াতে না পারে।
বানারীপাড়া উপজেলা ও বরিশাল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, বানারীপাড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. খোরশেদ আলম সেলিম, সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান, মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।
মতবিনিময়সভায় যোগদানের আগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো. জাহাঙ্গীর হোসেন প্রথমে বানারীপাড়া থানা ভিজিট করেন,পরে বানারীপাড়া উপজেলার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মুজিববর্ষের গৃহ নির্মাণের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন ও উপকার ভোগীদের সাথে মতবিনিময় এবং গৃহ নির্মাণের জন্য জমি ভরাটের কার্যক্রম পরিদর্শন করেণ।