সরকার দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার  দেশে যে কোন দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে।

মঙ্গলবার (১১মে) দিনাজপুরের বোচাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনে আমরা অনেক বড় বড় দুর্যোগ মোকাবেলা করতে পেরেছি। ভবিষ্যতেও পারবো ইনশাআল্লাহ। করেনাকালীন সময়েও সরকার দেশের মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে।

পরে প্রতিমন্ত্রী ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ী গিয়ে মানুষের খোঁজ খবর নেন। এসময় তিনি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৯ মে কালবৈশাখী ঝড়ে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের মুড়িয়ালা গ্রামে বেশ কিছু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা উপড়ে পড়ে এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়। এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির এক সভায় যোগ দেন।