সাংবাদিক ফুটবল প্রীতি ম্যাচে সবুজ দল জয়ী

সম্মিলিত সাংবাদিক সমাজ ও নির্মল বাংলা ইউটিউব চ্যানেলের আয়োজনে গত শনিবার (৩ নভম্বের) সেগুনবাগিচা হাই স্কুল মাঠে সাংবাদিক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জমজমাট খেলায় লাল দলকে হারিয়ে সবুজ দল 2-0 গোলে জয়ী হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

অনান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদকি ইউনিয়নের কোষাধ্যাক্ষ আশরাফুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী, ডিআরইউ’র নির্বাহী সদস্য মোজাম্মেল হক তুহিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রুবসহ আরও অনেকে।