সাক্ষ্য আইনের বিদ্যমান ধারা ১৫৫(৪) এবং ১৪৬(৩) দুটি বাতিল চেয়ে রিট আবেদন করা হয়েছে।
বাংলাদেশ লিগ্যাল এইডসহ তিনটি সংগঠনের পক্ষে রোববার (১৪ নভেম্বর) এই রিট করেন ব্যারিস্টার সারা হোসেন।
এর আগে বলা হয়েছিল সাক্ষ্য আইনের ধারা সংশোধন করা হবে কিন্তু সেটি করা হয়নি বলে রিট আবেদনটি করা হয়।