সোনারগাঁয়ে র‍্যাবের গুলিতে একজন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবুল কাশেম (৬৭) নামে এক শ্র‍মিক র‍্যাবের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

১৭ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ১২ টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চেয়ারম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবারের হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার করতে র‍্যাব-১১ ঐ এলাকায় অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব বলছে আত্মরক্ষার্থে এই হত্যাকান্ড কিন্তু এলাকাবাসী বলছে কোন হামলা করা হয়নি তারা ঠান্ডা মাথায় খুন করেছে আবুল কাশেমকে।

নিহতের ছেলে মাহ্ফুজ জানান, আমার বাবা একজন সহজ সরল খেটে খাওয়া মানুষ। তিনি মাটির বহনকারী উড়া বানিয়ে নিজের সংসার চালাতেন। গতকাল শুক্রবার রাত সাড়ে বারোটার সময় বাবা প্রকৃতির ডাকে বাহির হয়ে দেখে একই গ্রামের আমির আলীর ছেলে সেলিমকে কে বা কারা গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল। এ সময় আমার বাবা আবুল কাশেম সেলিমকে আটকের কারন এবং তাদের পরিচয় জানতে চান। তারা আইনের লোক পরিচয় দিলে তাদের পোশাক নেই কেন জানতে চাইলে তাকে প্রথমে বাম পায়ে আঘাত করে। এ সময় তিনি চিৎকার করলে তাকে পেটেগুলি করে। গুলির আওয়াজ শুনে গ্রামবাসী বেরিয়ে আসলে তারা গুলি করতে করতে একটি মটর সাইকেল রেখে এলাকা ত্যাগ করে। এ সময় হুমায়ন কবির নামে আরেকজন পায়ে গুলিবিদ্ধ হয়।

নিহত আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম জানান, আহত অবস্থায় তার বাবাকে প্রথমে মদনপুর মা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। উপজেলা হাসপাতালে নিয়ে আসলে রাত দুইটার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, রেখে যাওয়া মটর সাইকেল উদ্ধার করতে আবার গ্রামে এসে মটর সাইকেলসহ গ্রামের আরো ২৫ জন লোককে আটক করে কোথায় নিয়ে যায় এখনো জানা যায়নি। এদের মধ্যে মৃত আবুল কাশেমের এক ছেলেও রয়েছে। তবে এলাকাবাসীর ধারনা করছে প্রশাসনের কেউ হবে। তাদের পোশাক না থাকায় কাউকে শনাক্ত করতে পারেননি। এ নিউজ লেখা পর্যন্ত নিহত আবুল কাশেমের লাশ এখনো সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে র‍্যাব-১১’র সিইও তানভীর মুহাম্মদ পাশা হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের বলেন, গত বৃহস্পতিবার ঐ এলাকায় একজন নারীকে গলাকেটে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে র‍্যাব-১১ এর একটি টিম অভিযান পরিচালনা করার সময় এলাকাবাসী র‍্যাবের উপর হামলা করলে আত্মরক্ষার জন্য র‍্যাব-১১ গুলি করলে আবুল কাশেম গুলিবিদ্ধ হয়।