নারায়ণগঞ্জ বন্দরে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সরকারি ত্রান সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। মোট ৫৭ টি বেদে পরিবারের মাঝে চাল,ডাল,আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার(৫ মে) বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ ব্রিজের পাশে ভাসমান বেদে পল্লীতে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্রবাহী অফিসার( ইউএনও), সহকারী কমিশনার (ভুমি)আসমা সুলতানা নাসরিন এবং মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন উপস্থিত ছিলেন।
ডিসি বলেন,বিশ্বব্যাপী করোনা মহামারীতে কাপছে।সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মসজিদের ঈমাম,স্কুল শিক্ষক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সবসময় মানুষের পাশে থেকে সাধ্যমতো সহায়তার চেষ্টা অব্যাহত রয়েছে।
ত্রান-সাহায্য বিতরণ শেষে ডিসি মোস্তাইন বিল্লাহ মহাসড়কের নিচে সওজের পরিত্যক্ত সম্পত্তির ওপর শতাধিক বেদে পপরিবারের খোঁজ খবর নেন এবং শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষে শিক্ষার প্রতি গুরুত্ব দেন।