২২ আগস্ট খুলছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ

করোনাকালীন সময় দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে খুলছে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বহির্বিভাগ। আগামী ২২ আগস্ট (রোববার) থেকে পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য খুলছে হাসপাতালটি।

এক আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ সুপার (এসপি-প্রশাসন ও অর্থ) ডা. মো. এমদাদুল হক।

মঙ্গলবার (১৭ আগস্ট) তিনি জানান, পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবার জন্য আগামী ২২ আগস্ট থেকে হাসপাতালটির বহির্বিভাগের চিকিৎসাসেবা চালু থাকবে।

এর আগে ২০২০ সালের মার্চে করোনা মহামারির সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে পুলিশ সদস্যদের জন্য কোভিড-ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়। তখন থেকেই বন্ধ ছিল হাসপাতালটির বহির্বিভাগ।