৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেয়ার প্রন্তুতি চূড়ান্ত

উখিয়া-টেকনাফের ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকা দেয়ার প্রন্তুতি চূড়ান্ত করেছে কক্সবাজারের জেলা প্রশাসন ও স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ। ৩৪টি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে প্রথমবারের মতো টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছেন তারা। করোনাভাইরাস প্রতিরোধে আগামী ১০ থেকে ১২ আগস্ট এই তিনদিন রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান কর্মসূচী পরিচালিত হবে। প্রথম পর্যায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৫৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়া হবে। প্রত্যেককে সিনোফার্মের প্রথম ডোজ টিকা প্রয়োগ করা হবে। রোহিঙ্গা নারী ও পুরুষদের টিকা দেয়ার জন্য ক্যাম্পে ৫৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ৫৮টি টিকা প্রয়োগকারী দল কাজ করবে। প্রতিটি দলে দুজন টিকাদানকারীর বিপরীতে থাকবেন তিনজন স্বেচ্ছাসেবক। টিকা নিতে আগতদের তথ্য ব্যবস্থাপনা ও নির্দেশনা বুঝতে সহযোগিতা করবেন স্বেচ্ছাসেবকরা।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামশু দৌজা নয়ন জানান, প্রথম পর্যায়ে ৫৫ বছর বা তার বেশি বয়সী ৪৮ হাজার রোহিঙ্গাকে টিকার আওতায় আনা হবে। প্রথম ডোজ দিতে যদি তিনদিনের বেশি সময় প্রয়োজন হয় তাহলে তা করা হবে।